ভাবুক সে ভেবে গেলো
পেলোনা তো কিনারা,
কুল খাবে আম খাবে
আর খাবে পেয়ারা?
কুল হয় শীতকালে
আম হয় গরমে,
পেয়ারায় পেট ব্যথা
মরবেনা শরমে?
বর্ষায় ফুল হয়
ফল কিছু হয়কি,
জামরুল খেতে গেলে
বিচি ফেলা লাগেকি?
শরৎে আমলকি
হেমন্তে কদবেল,
বসন্তে আতা হয়
সবমাসে নারকেল?
ভাবুক তো ভেবে গেলো
কিছু ভেবে পেলোনা,
এতো ফল হয় তার
ছিলোনা যে ধারণা!
১৮ জুলাই ২০২১।