রোমিওরা নিজেদের মনে করে বীর
জুলেখারা হলুদে খেতে চায় ক্ষীর;
মেয়ে চায় সংসার, ছেলে চায় মজা
রাস্তায় পড়ে থাকে দু’টাকার রাজা।

নারী ভাবে খুদকো পাপা কি পরী
নর শোনে অর্থের ক্ষীণ আহাজারি;
জুলিয়েট ছুঁড়ে দেয় আমটাকে চুষে
ইউসুফ কট খায় রাঙা হাতি পুষে।

রজকীর বাবা হলে বিটকেল ধনী
চণ্ডীর মা যেন আবেগের খনী,
বালিকার গল তাই ভেসে যায় জলে
বালকের ঠোঁটে দামী সিগারেট জ্বলে।

রাঁধা বলে হাই আর কানু শোনে বাই
হীরেদের রাঁঝা তাই দূরে চলে যায়;
প্রকাশে মনের কথা এসেছিলো ভাষা
অথচ যে শব্দেরা ধোঁয়াশাই ঠাসা!

একদিন তরুণের বোধ হয় ভুল
তরুণী তো আসলে নিষ্পাপ ফুল;
প্রেমিকের চোখ থেকে রাগ যায় নেমে
প্রেমিকার অভিমান বদলায় প্রেমে।

এছাড়া প্রেমের কিছু আছে বাকি গল্প
কিছু থাকে গুড় আর নুন থাকে অল্প;
করোনাকো আশা তুমি সুখ শুধু আসবে
বাসিয়াছো ভালো মানে বিরহতে ফাঁসবে।


১২ জানুয়ারি, ২০২৫।