কিসের আমার ভয়?
আমি দেখেছি পরাজয়।
আমি দেখেছি জগৎ শূন্য হতে
সৃষ্টি কিভাবে হয়।
আমি বাতাসের সাথে আকাশে মিশেছি
রৌদ্রে হয় ক্ষয়!
আমার কিসের এতো ভয়?
আমি সক্রিয় এক আগ্নেয়গিরি
লাভার মতো ধ্বংস করি,
এসিড আমার বুকের ভেতর
জ্বেলেপুড়ে করে ক্ষয়;
আমি অন্ধ নারী— ন্যায়ের দেবী
মুণ্ডু গলায় ভীষম কালী,
শ্রীকৃষ্ণের চক্র আমি
এফোঁড়ওফোঁড় করছি পাপী—
ভয় কি আমার সয়?
আমি ইস্রাফিলের ফুঁ’কার শুনে
দু’হাত ছেড়ে বাজায় বাঁশি,
অভিকর্ষের ত্বরণ আমার
ঠোঁট দিয়ে রোধ হয়।
আমার কিসের এতো ভয়?
আমি ধাতিন-ধাতিন বেড়াই ঘুরে
ঘোমটা দিয়ে ভেলকি নাচি,
পরেছি পায়ে একটি নূপুর
হাত ভর্তি কাঁচের চুরি,
ধরবি আমায় ব্যাটারা তোরা
দেখবো তোদের মুরোদ কতো!
আয়, শালারা, আয়।
মুহাম্মদের উম্মত আমি—
থাকতে নিষেধ ভয়।
১৫ সেপ্টেম্বর, ২০২২।