মনে হচ্ছে ভাং খেয়েছি
শিব সাজাটাই বাকি,
মনসা মা ঝুলবে গলায়
ভূতকে দেব ফাঁকি।
শ্মশানঘাটে মড়ার সাথে
খেলবো পলাপলি,
কীর্তি আমার সন্যাসীরা
করবে বলাবলি।

লক্ষ্মী-গণেশ আসবে ছুটে
‘বাবা বাবা’ করে,
কার্তিকটা বাঁদড় ছেলে
আনতে হবে ধরে।
পার্বতীকে বসিয়ে রথে
ঘুরবো হিমালয়ে,
তাথৈ-তাথৈ নৃত্য হবে
তাল ভুলব লয়ে।

বিষ্ণুর সাথে পাল্লা দেব
যমকে দেব বকে,
ত্রিশুলখানা মারলে ছুড়ে
পালাবে সব লোকে।
অসুর-টসুর গুলিয়ে খাবো
চড় দেব এক কষে,
‘মহাদেব’ নাম জপলে তবে
শান্ত হবো বসে।

বর চাইলে বাবা-ধনরা
এখনি যাও ধ্যানে,
নইলে তোদের হাড্ডি যাবে
চণ্ডী উপাসনে।
গঙ্গাঘাটের তুলসীওয়ালা
এখনি ফের বাড়ি,
নইলে আমাবস্যা রাতে
যাবি ভুবন ছাড়ি।

হা-হা-হা-হা হাসছি আমি
পাগল হলাম নাকি,
আফিং-টাফিং গুলিয়ে খেয়ে
দেখছি এসব কি!
মা চণ্ডী আসছে কেন
আমার দিকে তেড়ে
এই দুনিয়ার মায়া কি তবে
দিতে হচ্ছে ছেড়ে!


১ জুন ২০২২।