বলিনা এখন অনেককিছুই— কুলুপ এঁটেছি মুখে
সুখের সময় সবাই থাকে, কেউ থাকেনা দুখে।
এক বা দু’জন আপন মানুষ যদিও থাকে পাশে
অধিকাংশ লোকে আবার তাঁদের দেখে হাসে।
যতোই জমুক ব্যথা বুকে, যতোই উঠি কেঁপে
কোনো যন্ত্রই পারেনা দিতে মনের অসুখ মেপে।
মালি নিজেই ফুল পিষছে দুমড়ে পায়ের নিচে
কার ভরসায় থাকবো বেচে, কাঁকড়া হয়ে বিচে?
ন্যায়-অন্যায় বিচার করার সাধ্যও নেই কারো
যে অসহায় তাকে সবাই মারতে পারে আরো।
শক্তিশালীর আইনই এমন বাইশ হয়ে যায় বারো
দিনের বেলা রাত হয়ে যায়, এসিড হয়ে যায় ক্ষারও।
তারপরও এ অন্ধকারে জ্বালতে গেলাম আলো
তাড়িয়ে দিয়ে বললো সবে, “চাইনা এসব ভালো।”
ছাই হয়ে যাক দুনিয়া এখন, পড়তে থাকুক বাজও
স্বার্থ ছাড়া আর যাবোনা, যতোই অবোধ সাজো।
২৭ জুন, ২০২৩।