অশান্তি-যন্ত্রণা-প্রেম, কিছুতেই মানছেনা মন
চায়ের ধোঁয়ায় উড়ে কবিতায় ফিরছি
জীবনটা ক্লান্ত ভীষণ।
মাতালের মতো তবু হেঁটে যাই, ফেটে যায় বুক
নিজের রক্তে আমি নিজেই ডুবি
যেন হবে মৃত্যু এখন।
একটু জিরোতে বসি গাছের ছায়ায়, খোলা প্রান্তর
ঝিমঝিম ঘুমে ঢুলি মৌসুমি বাতাসে
আর অমনি আক্রমণ।
আমি ছুটছি-আমি ছুটছি, পাগলের মতো দিয়ে দৌড়
কোথায় যাচ্ছি জানা নেই
মনেহয় থেমে গেছে হৃদয়ের স্পন্দন!
এই মৃতশরীরে করেছে কি ভর, এ কি তাণ্ডব
আমি গান গাই-নাচি-এগোই আবার
অশরীরী বুকে ভয় করতে বপন।


২৯ মে ২০২২।