টাকা দিয়ে কেনা দড়ি
গোলাপী ঘুমের বড়ি
হাত কেটে রক্ত
হেমলক মিশিয়ে দিয়ে খেয়ে রঙ চা
অথবা একটি বুলেট
নাকি দেবো ঝাপ,
কোনটাতে মৃত্যু ভালো
একবারে মিটে যাবে জীবনের পাপ?

১০ অক্টোবর ২০২১।