আমার বুকের ভেতর কষ্ট অনেক
’পষ্ট করে বলতে গেলে
নষ্ট হবে হেলাল হাফিজ
তাইতো আমি বলবোনা;
তার বদলে এই কবিতায়
ছন্দ আমি মানবোনা।
মন্দ যা তা হয়েই আছে
এর বেশি কি বন্ধ হবে!
দ্বন্দ্ব হলে নিয়ম-নীতির,
ভয়-ভীতির চাষ করবো।
বাস করবো ফার্মহাউসে
ডালহৌসি-কায়দা করে
ফায়দা নেবো মাতৃভূমির,
রুমির মতো ভক্তি দিয়ে
শক্তি রোখা যায়না।
খোকার হাতে থাকলে মোয়া
খোয়াই যাবে হিঁচকে টানে,
প্রশ্নবাণে বিদ্ধ করে
আটকে রাখা যায়না।
তাই জন্যে বনের মানুষ
হন্যে হয়ে শিকার করে,
বিকার তো এই হিপোক্রেসি—
নৈতিকতার আওড়ে বুলি
বাওড়ে জীবন ডুবিয়ে দেয়!
সেই জন্য থাকতে টিকে
ছল-চাতুরী-জোচ্চোরিতে
দক্ষতা আর সখ্য বিনা
উপায় কিছু নেই।
১৮ জানুয়ারি, ২০২৩