রাজনীতি আমাকে দিয়েছে ঠ্যাঙা
নেতারা দিয়েছেন বাঁশ;
রাষ্ট্র আমার লাথি মারে পাছায়
সরকার হাসে খ্যাঁক খ্যাঁক।

চাকরির নামে ঢালি এপ্লাই ফি
চাকরিদাতা মারে ঘুষি;
বিচারের নামে প্রহসন মেলে
আইনের মুখে গোজা ঠুসি।

পুলিশের ডাণ্ডায় ঘরে ফেরা লাগে
গুণ্ডায় ছুরি মারে পথে যেতেযেতে;
সংবাদ পুরোটায় বিনোদনে ভরা
সাংবাদপত্রসেবী ফেঁসে যান কেসে।

ছাত্র পেটায় বুড়ো ছাত্রনেতা
শিক্ষক বসে বসে তামাশা দেখেন;
আমলার মুখে ফোটে তত্ত্বের বুলি
বুদ্ধিজীবীর দল পাদুকা চাটেন।

এ আমার দেশ, সবুজে শ্যামল
বাস্তবতা বড় ভারী;
কল্পনাবিলাসী এক মানুষ আমি
বসে বসে স্যাটায়ার লিখি।