ছাড়িনি আজও রাজপথ—
ছাড়বোনা কোনোদিন;
প্রেমের জন্য আমি মরে যেতে পারি।

বিপ্লবী ছিলাম জন্মের সময়
মরণেও আমি রবো বিপ্লবী।

২৭ এপ্রিল ২০২১।