আমায় যারা আজ চেনেনি কালকে তারা চিনবে
কাল না হোক পর্শু বাকি, তর্শু তারা গুনবে।
সেটাও যদি নাহয় তবে যায় কি আমার কিছু এসে?
আমার জীবন আপনি বাঁচি, আমিই আমার আপনাতে
না যদি বা কেউই পোছে, তাতে কি মোর কীর্তি মোছে?
অটুট আমি কর্মে আমার, ভালবাসার ধর্ম বাহার
পাচ্ছি এইযে তৃপ্তি নিজে, তার চেয়ে কি প্রাপ্তি আছে?
উপরি বাকি যা পাই আর, যশ-খ্যাতি বা অর্থ-ঘর
থাকবে কেবল আসল ভবে, সুদের টাকা বেগার খাটে।
ঘট খালি তো লক্ষ্মী দেবী মারে কেবল পাগল ছুড়ে
যে বোঝে সে আগলে রাখে সরস্বতীর বীণার পরে।
তাই আমি আজ পাওনা ভুলে, থাকতে চাই এ কাজে মজে
সাঝ হউক বা ভরদুপুর, যে ডরে সে ভয়েই মরে।
তাইতো নমি নমস্তুতে প্রেম আমি এই দুই-জাহানে।
২৩ মার্চ,২০২৩।