দু’চোখের পাতা নিবিড় নিবিড়
সারারাত ঘুম নেই, রক্তের সলতেতে জ্বলছে মিছিল।
আমি তারাদের সাথে হায় দাঁড়িয়ে আছি তাই
ভীরু আর মিথ্যুক ছুঁড়ছে এ ঢিল… তবু
প্রতিবাদে আমি কোনো অস্ত্র নেইনি তুলে,
কাপুরুষ জানেনা হৃদয়ের সঙ্গে এটোমিক বোমাও পারেনা।
আমি তাই জানি এই রাত হলে শেষ,
ভোর হবে আমাদের বিজয়ের বেশ—
সূর্যের তেজেতে জ্বলবে এ দেশ
সাথে হবে রঙচা, হয়তোবা সিগারেট
স্লোগানে স্লোগান তুলে মাতাবো ভুবন।
এসো ভাই এক হই, হাতে ধরি হাত—
তুমি-আমি এক হলে স্বৈরাচারের হবে নিমিষে নিপাত।
রুখে দাও, রুখে দাও অন্যায় রুখে দাও
বৈষম্য যেখানেই দেখবে, সেখানেই ঠুকে দাও।
—১৬ জুলাই, ২০২৪