‘সব মনে রাখা হবে’ বলেছিলো এক পাগল
কেননা কিচ্ছু মনে রাখা হয়না
কখনোই মনে রাখা হয়নি,
মনে কেউ রাখতেও চায়না।
মানুষ ভুলে যেতে চায় দ্রুত,
যত শীঘ্র সম্ভব তারা ভুলে যেতে চায়
জীবনের কথা, কে বা কারা সহ্য করে চলে ব্যথা
কে মরে, কে মারে, কাদের বুলেট এসে বিদ্ধ করে মাথা!
তারা সবকিছু ভুলে ফিরে যেতে চায় ঘোরে
যেন তারা ঘুমোতে পারে
যেন তারা দেখতে পারে স্বপ্ন
যেন তারা থাকতে পারে বোকার স্বর্গে,
যেন অমানিশা কেটে গেছে ভোর হওয়ারও বহুকাল আগে!
আমি তাই বলি, পাগলের মতো প্রলাপ বকি—
যারা ন্যায়ের পক্ষ নিয়ে চিল্লায়, ফাঁটিয়ে ফ্যালে গলা
তারা বোকা, সময় থাকতে যেন তারা ফিরে যায় ঘরে।
কেননা এখানে নিউটন নেই যে আপেল পড়বে তাঁর মাথায়,
এতো মানুষের মরণেও হবেনা কক্ষনো কারো শুভ বুদ্ধির উদয়—
মধ্যাকর্ষ এখানে সিনেমার গল্পে যেমন,
তেমনিভাবে বলাচলে বারবার ব্যর্থ!
শোষক তাই ইতিহাস লিখবে আবার নিশ্চয়ই
তাহাদের নামে হবে বই কিংবা নূন্যতম অধ্যায়!
আর যারা আকাশ রাঙাবে বলে মরছে রাস্তায়,
তারা হয়ে যাবে ফুটনোট—
হয়তোবা কোনো পুরোনো চটির পাতায়!
আমি তাই বলছি, নূহের প্লাবন থেকে দেখছি
কেউ শোধরায়নি কখনো;
পৃথিবী ধ্বংস হোক আরো হাজার বার
তবু কেউ শোধরাবেনা কখনোই।
যেভাবে রাখেনি কেউ সুনীলের কথা
তেমনিভাবে মনে কেউ রাখবেনা শহীদের নাম—
ভুলে যাবে খুব সহজেই
কে ছিলো জালিম, আর মাজলুম কারা!
২৫ জুলাই ২০২৪
নিবেদনঃ আমির আজিজ, এবং নিজের প্রতি।