বিল্ডিং না আমি বানিয়েছি কড়াই
খাদ্যের বদলে সেথা মানুষ পোড়াই,
যা-খুশি করে নাও তোমরা
তোমাদের আইন আমি থোড়াই ডরাই!
আমার পকেট ভারী অনেক টাকা
ব্যাঙের ছাতার মতো আছে মামা-কাকা,
আমাকে কামড়াতে কারো হলে সাধ
কাদায় আটকে যাবে দেশের চাকা।
বেশি করে দিলে এ্যাড মিডিয়া গোলাম
রাস্তায় বেরোলে দেয় পুলিশও সেলাম,
অর্থে অর্থ আনে ক্ষমতার রাজ্যে
তুমি হও প্রজা তাই আমি রাজা হলাম।
বেয়াদব জনগণ ভালো হয়ে যাও
নিজের বাড়িতে বসে নিজেরই খাও,
যদি করো বাড়াবাড়ি আর একবার
রোজগার যাবে সাথে জীবনও ফাও।
১০ জুলাই ২০২১।
(মানবসৃষ্ট তথাকথিত দুর্ঘটনায় হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতির উদ্দ্যেশে।)