ঠুসঠাস মারামারি
ভুসভাস ফুস,
মামলা এলেই ঢোকে
পকেটে ঘুষ।
হুটহাট কাতুকুতু
বুদ বুদ বুদ,
প্রকল্প পাশ হলে
হাসির মুড।
কানেকানে কানাকানি
হুশ হুশ হাশ,
বিদেশ যাওয়ার নামে
দেশটার বাঁশ।
ওলে লোলে পুতুপুতু
হি হি হি হা,
শেয়ালের কোলে ঢোলে
কুঁকড়োর ছা।
৮ জুন ২০২১।