নাম বলা যাবেনা দাম বলা যাবেনা
করতে দেবেনা কোনো কাম,
পরিবর্তনের কথা মুখে আনলেই
বলে ‘তুই বুড়ো ধাম’।

কোথা তাই যাবো ভাবি
কোথায় কি করি,
পেটের দায়ে টিকে থাকতে
রোজ রোজ খেয়ে যাই খাবি।

একাজেওকাজে একে তাকে ধরে ধরে
মানুষও হয়ে গেছে আম,
চুষে চুষে খায় কেউ
কেউ খায় করে খানখান।

এভাবেই চলে যদি
কেটে যায় দুই-চার বর্ষ,
গদিখানা টিকে যদি থাকে তবু
বাকি সব হয়ে যাবে ভস্ম।


৮ জুন ২০২১।