নিদ্রা এখন আসে যখন ভোরের ফোটে আলো
রাতের রংটা লাগে সাদা, দিনের রংটা কালো;
নিশাচর এ জীবনযাপন, আছি আমি ভালো
আমার নামের স্লোগান দিয়ে আগুন কেন জ্বালো!
দুঃখ গেছে হাওয়ায় উড়ে অনেক বছর আগে
বাপের টাকা, ধন-দৌলত মিলেছে কিছু ভাগে;
ভোগে কোনো শান্তি নেই, শান্তি আসল ত্যাগে
এসব কথা বলে কেবল দুগ্ধপোষ্য ছাগে।
কাটছে জীবন বেজায় সুখে, যখনতখন মদ
সঙ্গী-সাথী জুটেছে সব মাতাল-চিটার-বদ;
পেটটাও বেশ ভোজনরসিক, হরেকরকম পদ
আমি বাঈজি নাচাই বসনছাড়া, নজরটা যে কদ।
দুহাত দিয়ে ওড়াই টাকা, অর্থ আসল সুখ
ফকির যদি হইও তবু চওড়া থাকুক বুক;
অঙ্গে-অঙ্গে বয়সভারে হাজার ব্যথা ছুঁক
থাকবে পাশে জানি আমি রাঙা একখান মুখ।
২৯ জুলাই ২০২১।