কলম গেছে থমকে আমার
লিখবো কি আর দাদা!
মানুষ শুধু আমলারা হয়
থাকলে টাকা বুদ্ধিজীবী
চাকুরে আর ব্যবসায়ীও হয়,
হয়না শুধু গরীবগুরোব যারা।
কৃষকরা হয় কাদার পুতুল
শ্রমিকরা হয় কাঁচের
ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা পুতুল শপিং ব্যাগের,
মাঝে পড়ে মধ্যবিত্ত সস্তা প্লাস্টিক
সম্মানটা ছাড়া তাদের আর কিছু নেই ঠিক।

মানুষগুলো ঘোরায় ছড়ি বাকি সবার উপর
উদ্ভিদ হোক প্রাণী হোক কিংবা বোবা পাথর,
বাতাসটাকেও দূষলো এতো, কঠিন নেয়া শ্বাস
রিমোট থেকে রোবট সোফি সবাই এদের দাস।

প্রকৃতি বা খোদা-তা’লা যে মেনেছো যাকে
তোমার উপর ঘোরাতে ছড়ি কেউনাকেউ তো আছে,
আজকে যারা পায়ের নিচে, দেবে তারাই মাথাচাড়া
কৃষক-শ্রমিক-মধ্যবিত্ত, উদ্ভিদ বা ভেড়া
সবাই মিলে তোমায় এরা করলো বলে তাড়া!
কিংবা তোমার দানব রোবট কখন যাবে জেগে
ধাতব পায়ের লাথি খেয়ে তোমরা যাবে ভেগে।
সময় আছে এখনো কিছু, ঠিক করে নাও আইন
নইলে হবে আবির্ভূত ফ্রাংকেনস্টাইন।

৩১ জুলাই ২০২১।