কার হাত থেকে আমরা কাকে বাঁচাবো?
যে আঁকড়ে ধরেছে সে বাঘ
যাকে আঁকড়ে ধরা হয়েছে সে সিংহ,
চারপাশে একরাশ বিচ্ছু— কে কাকে কামড়াবে!

দূর থেকে দূরবীক্ষণ দিয়ে আমরা যারা দেখি
তারা সাধারণ, ছাপোষা প্রাণী— যেন
জীবনের নিতান্তই কোনো কাজ নেই বলে
আমরা অলস সময় কাটাই,
কিছুটা বিনোদনের জন্য বন্য প্রাণীর লড়াই দেখি।
অথচ আমাদেরও শিং ছিলো;
চাইলে আমরাও অংশ নিতে পারতাম—
কামড়াকামড়িতে না হোক গুঁতোগুঁতিতে কেউ
আমাদের হারাতে পারতোনা।

বাঘ সিংহকে মেরে ফেলবে
অথবা সিংহ বাঘকে;
নিজেদের মারামারি শেষ হয়ে গেলে
খুঁজবে পরবর্তী শিকার—
আমরা হয়ত পালাবো তখন, দিগ্বিদিক ছুটবো—
কোনো নিরাপদ আশ্রয়ও হয়ত পেয়ে যাবো শেষমেষ
যেখানে বাঘ কিংবা সিংহ ঢুকবেনা।

কিন্তু রাতের আঁধারে বিচ্ছুর দল যদি কামড়ায়?

—২৩ এপ্রিল ২০২১।