চপ খাবো না সিঙাড়া
বুঝে উঠতে পারছিনা,
পাশেই রাখা চায়ের কাপ
মারবো নাকি গপাগপ!
হাতে আছে দশটা টাকা
কমও না তার বেশিও না,
একটা যদি নিই সমুচা
সঙ্গে সঙ্গে পকেট ফাঁকা!
লাগবে রাতে আটত্রিশ টাকা
মেটাতে চাইলে পেটের ক্ষুধা,
অনেক জটিল অংকো ভায়া
কিছুতে হিসাব মিলছেনা।
গোল্লায় গেলো খাওয়াদাওয়া
অন্ততঃ যাক জিরিয়ে আসা,
পনেরো টাকা দিয়ে ভাড়া
পেয়েছি এক থাকার জা’গা।
এইনা ভেবে দিলাম ছুট
এক নিমিষে হাজার ফুট,
যেইনা যাবো খুলতে তালা
অমনি দেখি ঘরটা হাওয়া!
৩১ মে ২০২১
বিশ্ববিদ্যালয়ে এসে যে মানুষগুলো খেই হারিয়ে ফেলে তাদের জন্য।