গতকাল মন্দির পুড়েছে, আজ মসজিদে আগুন
আগামীকাল হয়তো ভেঙে যাবে চার্চ
গুড়ো গুড়ো হয়ে যাবে প্যাগোডা।
আমি তাই প্রশ্ন রাখি, হে ধার্মিক জনগণ,
কি লাভ দিয়ে গেলো সাম্প্রদায়িকতা?
কিছু মানুষ মরেছে, আরো কিছু মরবে
কিছু ঘর ভেঙেছে, আরো কিছু ভাঙবে
তাতেও তো শেষ এর হবেনা—
আমি বুঝিনা, হে বোকা জনগণ,
ধর্মের আগুনে পোড়াও ধর্ম– কিন্তু কেন?
যে পুড়ে যায়– সে তোমারই তো ভাই—
মুখখানি একটুকু চেয়ে তাঁর দ্যাখো!
অন্তর্দহন নেভাতে গিয়ে ভুলে কেন যাও
জোয়ান-বৃদ্ধ পুড়ে গেলে শিশুরাও পুড়ে যাবে—
কালো কঙ্কাল ছাড়া কিছু আর থাকবেনা,
যেটুকু আছে তার সবটুকু নিয়ে যাবে দাঙ্গা।
৩০ মার্চ ২০২১।