আর পারিনা সইতে আমি
পারিনা কথা কইতে;
কাঁদতে গেলে শুকাই আঁখি
হাসিনা হাসি হাসতে।

কৃষ্ণ নয়ন টেকলা ছাতি
পক্ব কেশ রইতে;
অপক্ব চুলো মাথায় আমি
পারিনা তেল ঢালতে।

পাঁকের পাকে আটক তরী
পারেনা আর চলতে;
মাছের ভারে ডুবলে মাঝি
আসে কে দাঁড় বাইতে!

উটের পিঠে চললে হাতি
মরু দেশের রাইতে;
হাতির পিঠে চড়বে গাধী
কোঁজার ভার লইতে!

২৮.২.১৭।