কেহ মোরে কহেনাই লিখিতে কিছু—
তবু পলি আর মলি মিলে জলকেলি-খেলা করে
আদরের কানদুটো নিয়ে গেলো যেরূপ কাটি,
তাতে হাতের আঙুল ফুলে কলাগাছ ভেলা হয়ে
ভাসাবে আমায় এতে আর কি অবাক!
তাই আমি সার্কাসে জোকারের বেশ ধরে
নাচি আর গেয়ে যাই গাধাদের গান,
সেই রণসঙ্গীতে মজিয়া বিধুর সুরে
মশকেরা দলেদলে করে চলে হাতিদের গুণ-কীর্তন।
চাই-বা-নাচাই আমি থাকা লাগে স্বর্গে
বাবুইয়ের বাসা থু’য়ে লাশকাটা মর্গে,
সেই মৃত-সিংহাসনে ভূতের বসত
পালালেও আসি ফের হইয়া কপোত!
তাই ভাবি ভাবিসাব হয়ে গেছে ঢের
আরকিছু দেরি হলে ডুবে যাবে ঘের,
এই সেরা ওয়াক্তো লেখানোর নাম
লঙ্কায় হবো আমি গাধাদের রাম।


১৬ নভেম্বর, ২০২২।