পরিবর্তন হবে শুনে এসেছি
তবে হয়নি কোনোকিছুরই বদল,
সাত নদী বাঁকঘুরে সাত পাকে বেঁধে
আবার নিয়েছে সমস্ত জমিনের দখল।
আসাদের শার্ট শুধু শার্ট থেকে গেছে
হাফিজের লাশ কবে গেছে পচেগলে,
কবরে কি এখনো স্বপ্ন দ্যাখে আবু বকর?
যার নামে মুক্তি, যার নামে স্বাধীনতা
সেখানেই পরাধীন হাজার যুবক,
গণতন্ত্রের উদ্ধারকারী বলে ডাকি যাকে
তন্ত্রে-মন্ত্রে দেয়া হয় সেখানেই ছবক।
গুরুর পদতলে শিষ্যের ঠাঁই ভেবে
যেই আমি ছুঁতে গেছি পা,
আমাকে খাবার ভেবে গপগপ গিলে খেয়ে
সাবাড় করেছে সেই শূকরের ছা।
কবে নেবো প্রতিশোধ,
কবে হবে প্রতিরোধ?
সামরিক নেতা এসে ভেঙেচুরে দেবে
ভেবে কাপছে যে গা!
১০ অক্টোবর ২০২১।