এসব কবিতা-টবিতা ছেড়ে দেবো আমি
আজ বুঝে গেছি মানুষ
কেন হয় বিপ্লবী।
হয় তুলে নাও হাতিয়ার, শোষণের যন্ত্র
চিরতরে বদলে দিতে— হও সফল
কিংবা ব্যর্থ জীবনের চরম অবসানে;
অথবা ছেড়ে দাও বদল সময়ের হাতে,
তারপর মরে যাও
অপেক্ষার করুণ রক্তপাতে।
(পৃথিবীর সকল বিপ্লবীর আত্মত্যাগের প্রতি নিবেদিত।)
২ মে ২০২১।