ঢাকাটাই আছে শুধু
বাকি দেশ ফাঁকা,
রাস্তার খাদে আঁটে
রিশকার চাকা।

ম্যানহোলে পড়ে গিয়ে
গায়ে মাখি মল,
বৃষ্টিটা বেশি হলে
ঘরে ওঠে জল।

বাড়িভাড়া আছে বাকি
নেই রোজগার,
এসেছে সময় আজ
শহর ছাড়ার।

গাঁয়ে গিয়ে দেখি গাঙে
বসত বিলিন,
চরাচরে ঘুরেফিরি
মোরা বেদুঈন।


৪ জুলাই ২০২১।