বরাবর,
মহামান্য সম্রাজ্ঞী,
আমার হৃদয় সম্রাজ্য।

বিষয়ঃ বিপ্লবী থেকে প্রেমিক হওয়ার জন্য আবেদন।

প্রাণাধিক প্রিয়,
এই অপরূপ সকালে আমি আপনাকে জানাতে চাই আমি এক নিদারুণ বিপ্লবী। বিপ্লব ও বিদ্রোহ উভয়ের সাথেই আমার নিত্য বসবাস। সমাজকাঠামো থেকে শুরু করে ডাস্টবিন— আমি সবকিছুর বিরুদ্ধে বিদ্রোহ করেছি। এইতো গত ফাল্গুনেই প্রেমের রাজ্যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এক অনন্য বিপ্লবে আমি নেতৃত্ব দিলাম। কিন্তু এসব বিপ্লব-বিদ্রোহে আমি এখন ক্লান্ত। কেননা সেদিন তোমাকে দেখার পর আমার মনে হলো এ বিপ্লব-বিদ্রোহ সব ব্যর্থ; না পেলে তোমার প্রণয়, এ জীবনের মূল্য কোনোকিছু নাই। তোমার চোখে চোখ রাখার পর, বিশ্বাস করো, আমি মোটেও সমাজতন্ত্রে বিশ্বাস করিনা আর। আমি নিখাদ পুঁজিবাদে বিশ্বাসী এখন; তোমার ভালবাসা আমার পুঁজি আর তা থেকে আমি আরো আরো আরো বেশি ভালবাসা চাই। তোমাকে না পাওয়া গেলে আমার সম্রাজ্যের না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো সঞ্চয়— এ জীবন অর্থহীন। আমি তাই আমার সম্রাজ্যে নিরাপদে ফিরে যাবার জন্য তোমার ভালবাসা চাই।
অতএব, সবিনয় নিবেদন এইযে, উপর্যুক্ত সকল কারন বিবেচনায় আমার জন্য তোমার হৃদয় যেন সমাধিক ব্যাকুল হয়।

বিনীত নিবেদক,
সেই ছেলেটি
যে তোমার চোখে চোখ রেখেছিলো।

১৮ নভেম্বর ২০১৭।