কোনো একদিন কোনো এক বাথরুমে হয়তো
আমারো লাশ পাওয়া যাবে,
অর্ধ বিগলিত হয়ে যাবো যতক্ষণে কেউ খুঁজে পাবে।
তারপর শুরু হবে মাছের মায়ের কান্না কিছু মানুষের,
টেলিভিশনে অযথাই সংবাদ হবো আমি
যাকে জীবদ্দশায় কেউ পোছেনি একবারও
তাকে নিয়ে হয়ে যাবে টকশো
কেউ বলবে খুন, কেউ আত্মহত্যা;
বিতর্কের এক পর্যায়ে শুরু হবে ধস্তাধস্তি,
বক্তাদের মারামারি দেখে দর্শক কতোটা বিনোদন পেলো
তা দেখার জন্য আমার লাশ পড়ে থাকবে হিমঘরে।
ওদিকে শুরু হবে হ্যাশট্যাগ— জাস্টিস-ফর-অমুকতমুক।
আমার মৃত্যুর কারণ বিশ্লেষণ করে
হাততালি কোড়াবেন কিছু সর্ববিশারদ জ্ঞানী,
আমি তাদের সাথে একমত হবো কিনা বোঝার আগেই
পোস্টমর্টেম করতে চলে আসবেন ডাক্তার,
আমার লাশের দিকে তাকিয়ে তিনি থমকে যাবেন
কেন জানি আমার লাশটিকে তাঁর চেনাচেনা মনে হবে খুব;
অনেকক্ষণ তাকিয়ে থাকার পর
তিনি ব্যস্ত হবেন ব্যবচ্ছেদে।


৬ জুন ২০২১।