যার যতো বেশি বোল
তার ততো বেশি খোল,
খুললে তো খুলিখানা
ঘিলুর বদলে মেলে ঘোল।

ভাত দিয়ে মেখে ঝোল
তাড়াতাড়ি গালে তোল,
তুলতুলে মাছখানি
চ্যাং-পুটি না সে শোল।

ফাঁকি দিয়েদিয়ে টোল
রোজ দিলে গোল,
গোল্লায় গুলে গিয়ে
এগোবেনা রোল।

ছেড়ে দিয়ে কোল
তুই যতো খুশি দোল,
দোলনায় দুলে দুলে
বাজা তোর ঢোল।


২৫ জুন ২০২১।