স্বৈরাচার তুই মইরা যা
সময় থাকতে ঝইরা যা,
আইনা দিলে ধুতরা ফুল
খাইয়া অমনি ঘুমায় যা।
নইলে ধরে টাইনা দু'পা
পাঠাই দিমু গুলিস্তান,
ট্রাকের চাকায় পইড়া চাপা
পৌঁছায় যাবি গোরস্তান।
খুনী-শয়তান-অত্যাচারী
শাসক হইলে স্বৈরাচারী,
দেশে হয়না বিচার কোনো
গুমের শিকার মানুষ হয়।
দিন-দুপুরে খুন-খারাবি
উইড়া বেড়ায় সন্তারাসী,
কাটতে গেলে পাখনা তাগোর
উল্টা নিজেই ফাঁইসা যায়।
স্বাধীনতা খর্ব কইরা
নিরাপত্তার দোহায় দি'য়া
সব জা'গাতে নজরদারি
কইরা হালায় টিইক্যা রয়।
করের টাকায় অস্ত্র কিইনা
বারুদ দিইয়া পাহাড় গইড়া
সেই পাহাড়ই ভাইঙা মাথায়
জনগণের কাঁঠাল খায়।
এখন তোমার উইঠা ঘাড়ে
মটকে দিইয়ে সটকে যামু,
ভূতের হাতে মরতে না চাইস
ক্ষমতা ছাড় আহাম্মক!
নইলে তোর দু'কান ধইরা
এমন দিমু টান,
এক লাফেতে পার হবি তুই
বিশাল সাত আসমান।
২৮ এপ্রিল ২০২২।