অন্ধকারে অজানা গন্তব্যে হেটে চলার নাম জীবন
অনেক সাধের আশায় অপূর্ণতার নাম জীবন,
না বলা কষ্টের লুকোচুরি খেলার নাম জীবন,
অভাবের ট্র্যাকে চাপা পরে স্বপ্ন-যাত্রীর মৃত্যুর নাম জীবন।
ব্যর্থতার মিছিলের অসহ্য শ্লোগান সহ্য করার নাম জীবন।
প্রতিদিন ন্যায়গুলির অসহায় পরাজয়ের নাম জীবন।
মিথ্যেগুলোর লজ্জাহীন নৃত্য দেখে যাওয়া জীবন।
চোরের মায়ের মিথ্যে হুংকার শোনাও জীবন।
তবু কোথাও আছে কিছু প্রাপ্তি, কিছু সুখের হাওয়া
তাইতো জীবনের বিরামহীন এই বয়ে যাওয়া।
ছুটছে জীবন, খুঁজছে শ্যামলতা, গুনছে প্রহর,
কবে কাটবে আঁধার, কবে হবে সোনালী ভোর।