ভদ্রলোকের খেলায় দ্যাখো দুষ্ট কালো ছায়া
বিক্রি হওয়া আম্পায়ার আজ কত বেহায়া।
হার-জিত তো থাকবেই সকল খেলাধুলায়
জয়ের জন্য কখনো কি নোংরা হওয়া যায়?
ভদ্রভাবে পরাজয়েও নেই কোনই লাজ
নোংরা-ভাবে জয়ের মাঝে পরাজয়ের সাজ।
ছি! ছি! আইসিসি ঐ গেলো বিক্রি হয়ে
এই ঘৃণা,এই লজ্জা রাখবো কোথায় গিয়ে?
ক্রিকেটে এক কলঙ্ক মেখে দিল ওরা
ক্রিকেট এখন হয়ে যাবে "ভদ্র "শব্দহারা।
ক্রিকেটকে আজ কে বাঁচাবে, আসবে এগিয়ে
বিবেককে আজ কে জাগাবে, দিবে জিতিয়ে?