এক রাজ্যে এক কবি বাস করে।
সে রাজ্যের এক বই উৎসবে
অনেক কবিদের মাঝে
তার মত এক হাতুড়ে কবির লেখা কিভাবে যেন স্থান পেয়েছে।
কিন্তু এটা সে তুচ্ছ মানের কবিটি কাউকে বলতে চায়না।
আর এটা বলার মাঝে সে কোন আনন্দ খুঁজে পায়না।
এ রাজ্যে তার মত কবির মূল্য দু আনাও হবে না।
এ সংবাদ তাকে খুব একটা খুশি করতে পারেনা।
তবে---
আজ যদি সে লটারিতে ৪০ লক্ষ টাকা পেত সেটা ঠিক জানাতো ।।
এখানে তার মত কবির কবিতায় কোন দাম নেই।
যেটা ঐ টাকার আছে।
এখন রাজ্যে স্বীকৃত কবি হতেও যে ঐ টাকা দরকার।