পথচারী কষ্ট,
শহরের এই চলার পথে
হাঁটতে হাঁটতে না চাইতেই দেখা হল তোর সাথে।
আমি এখন যাচ্ছি,
পৃথিবীটাতো গোলক ধাঁধা,
আকারেও গোল,
আবার হয়তো দ্যাখা হবে
অন্য কোন রূপে, অন্য কোন পথে, রূপালী চাঁদের নিশীথে।
জীবনটাতো খুবই ছোট
বলতে পারিস?
তোকে কেন এত দীর্ঘ মনে হয়?
কি তোর আসল নাম, কি তোর পরিচয়?
বলতে পারিস?
তোর শেষ নোঙ্গর কোন ঠিকানায়?
আচ্ছা, একটা সন্ধান দিবি?
এমন কোন জল আছে কি?
যে জল দিয়ে তোকে আমার পথ থেকে
চিরতরে মুছে দেয়া যায়।