মাঝে মাঝে হারিয়ে যাওয়া মন্দ কিছু নয়
জীবনের সব দন্দে যদি ছুটির ঘণ্টা হয়।
আবার না হয় আসতে হবে জীবন-পাঠশালায়
বাঁচার পড়া পড়বো না হয় নতুন আলোর আশায়।
মাঝে মাঝে পরাজয়ও হয়তো কোন জয়
এই পরাজয় মাথায় নিয়েই আনবো তেমন জয়।
কোন কোন ভয় পাওয়াটা সাহসের সঞ্চয়
এমন ভীতু হয়েই যাবো খোদার ঠিকানায়।
কোন কোন না জানাটা জানার পরিচয়
এমন মূর্খ হয়েই যাবো সূর্য কিনারায়।
বাজে কোন কথার জবাব চুপ থেকেই হয়
এমন বোবা থেকেই হব কথায় মহাশয়।
মূল্যবান এক কাজে যদি মূল্য নাহি হয়
মূল্যহীন থেকেই যাবো মহামূল্য পাতায়।
দেবার মালিক দিলেই হল এইখানের কেউ নয়
আমার কাজ আমিই করবো, আমার কিসের ভয়?
---ডিজিটাল কবি