আজব আজব পাঠশালা, আর আজব আজব পড়া
গোলক ধাঁধার মধ্যে শেখা আজব নামতা ধরা,
এর মাঝেই বাঁচা-মরা, এর মাঝেই লড়া,
এরই মাঝে স্বপ্নরাখাল পালিয়ে ছাড়ে পাড়া।
তখন শুধু স্বপ্নগুলি ভেবে দিশেহারা
কে যে তারে দেবে তখন একটু পাহারা।
রাখালটাকে খোঁজ করে যায় তখন আগামীরা
অনেক পরে খোঁজ পেয়ে যায় মরু সাহারা।
রাখাল যে আর চায়না যেতে এমন পাঠের পাড়া
বাধ্য হয়ে আগামীরা ফিরে তাকে ছাড়া।
আগামীক্ষণ এখন শুধু অপেক্ষায় প্রহরা
কবে কখন উঠবে গড়ে সোনার বসুন্ধরা?
রচনাঃ ২৭/১১/১৪