স্বার্থপরতার এই সীমাহীন ছায়াপথে
আমি শুধু সুদুরে হেঁটে যাই।
এখানে আমার ছোট ছোট অধিকার,
সুখের ঘুম হল ছিনতাই।
খাই খাই করে শুধু বেহায়া খাদক
আমি শুধু উপবাস করে যাই।
কে খেলো, কে খেলোনা
এ নিয়ে যে তার কোন দায় নাই।
তাই, ভয় পাই, ভয় পাই, ভয় পাই।
নির্ভয় হয়ে কিনা
অভিমানে কোন দিন কোন দেশে চলে যাই।
হাহাকার করে শুধু নিরাকার স্বপ্ন
কোথা গেলে পরার্থ জন পাই।
অবশেষে নিরাশা চাদর বিছিয়ে দেয়
বলে আর খুঁজে কোন লাভ নাই।
নিজে বাঁচলে তবে জন্মদাতার নাম
কানে কানে এটা যেন শুনে যাই।
এমন বাঁচতে আমি চাইনা চাইনা
একসাথে বেঁচে স্বাদ পেতে চাই।
তাই ভয় পাই, ভয় পাই, ভয় পাই।
নির্ভয় হয়ে কিনা
অভিমানে কোন দিন কোন দেশে চলে যাই।