আমি কি যাবো হারিয়ে
নতুন একটা জন্মের আগে?
হাজার মানুষের ভীরে
শঙ্খচিল হয়ে, কিছুক্ষণ উড়ে
পাখা ভেঙ্গে মাঝস্বপ্নে ঝড়ে যাবো
আমি কি হারিয়ে যাবো?
আজকের সূর্য অনুক্ষণে
অকারণ সঙ্গী হবে আমার।
নব কর-কলরবে
যখন উঠবে সে আবার;
তখন সে কি ভুলবে আমায়
মেনে নেব কি শুধুই আঁধার?
আমি কি যাবো হারিয়ে
স্বপননায়ের মাঝি হয়ে
মাঝপথে গিয়ে?
আর কি হবেনা যাওয়া?
অতৃপ্ত হৃদয়ে
আর কি হবেনা পাওয়া?
আমার সেই আশার ওপার।
কুয়াশা যখন ছাড়েনা পিছু
তখনও স্বপ্ন থাকে কিছু।
কুয়াশাপথেই আমি না হয়
পৌঁছে যাবো সেই সফলতায়
যদি বিধাতা হয় সদয়;
এসে যাবে চিঠি সেই ঠিকানার।