কবিতা মন থেকেই এসে যায়।Post20141028105502
নিজের মনের ভাবনা পাঠকদের বুঝাতে পারার মধ্যে সার্থকতা। তবে একজন পাঠককে সেই গুনটা অর্জন করে নিতে হয়। কবিতা যেহেতু শব্দের খেলা সেহেতু কবিতায় সুন্দরতার জন্য বিভিন্ন শব্দ আসতেই পারে। কবিদের যেমন শব্দজ্ঞান থাকতে হবে পাঠকদেরও তেমন থাকা উচিত। নইলে বাংলা ভাষার শব্দভাণ্ডারের সাথে কিভাবে তারা পরিচিত হবে? কবিরা জন্মগত ভাবে কবি। কবি হবার জন্য আমি মনে মাত্রা জরুরী না। কারন মন থেকে যা আসে তা অনর্গল লিখতে হবে। স্বভাবগতভাবে তা কবিতা হয়ে যাবে। আর যেটা সৃষ্টি হব সেটা স্রষ্টার দান। ঐ মাত্রার মধ্যে বন্দী হয়ে পড়লে কবিতায় একটা যান্ত্রিকতা আসার সম্ভাবনা থাকে। যে শব্দ যেখানে সুন্দর সেটা মন থেকে নদীতে ঢেউ খেলার মতই এসে যাবে। লেখার মধ্যে একটা নুপুরের ঝংকার শোনা যাবে সেটা মন থেকেই।
আলোচনাটি ১৩২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৮/১০/২০১৪, ২২:৫৫ মি: