রূপসী চাঁদ, যদি থেমে যাও, যদি নাই দেখাতে চাও
তোমার অচিনপুরীর চপলা রূপ।
প্রেয়সী কিন্তু চপল-চরনা, স্নিগ্ধ নয়না;
রাঙাবে সে আজ আমার পৃথিবী, আজ রইবে না সে চুপ।
তুমি যদি আজ না দাও আলো, আমার পৃথিবী হবেনা কালো।
প্রিয়ার কপালে বইছে আলো,কত চাও তুমি বলো?
তুমি যদি হও আকাশ-রানী,সে হল আমার হৃদয়-রানী।
আকাশের চেয়েও হৃদয় বড়; জানি, তা আমি হৃদয় দিয়েই জানি।
রূপসী চাঁদ, যদি থেমে যাও,আমায় রাঙায়ে দিতে,
প্রেয়সী আমায় রাঙায়ে দিবে হাত রেখে দুটি হাতে।
পুরানো হাজারো মান ভাঙ্গাতে আমার দেবে সে আলতো হাসি।
তুমি যদি নাই হাস ক্ষতি নেই কোন;দামেতে সে হাসি ঢের ঢের বেশি।
অভিমানী নিশির প্রেয়সী তুমি,যদি ভেঙ্গে দাও অভিমান,
আমার প্রেয়সী আমার হাতে এনে দেবে আসমান।
এবার বল, কে বেশি দামী, তুমি, না প্রেয়সী?
বল, বল আকাশের শশী।
সে যে আমায় গড়েছে আকাশ;আবার সেই আমার শশী।
তোমার চেয়ে তার দামই তাই আমার কাছে বেশি।