এ তোর কেমন মজার খেলা, পৃথিবী আমায় বল?
কোথাও সুখের অট্টহাসি, কোথাও চোখের জল।
কার জন্য ঘুরছিস তুই সাজানো কক্ষপথে?
প্রতিদিন তুই কার জন্য চলিস রবির সাথে?
তুই কি শুনিস তার কথাই টাকার পাহাড় যার?
সততাই যার সম্বল শুধু জুটছেনা তার আহার।
টাকা দিয়ে সব কিনে নেয়া যায় তোর সীমানা বুকে
কখনো কি আর বুঝবিনা তুই দুঃখীর হৃদয়টাকে?
ওরাই শুধু পেয়ে যাবে, নিয়ে যাবে সব সুখ
ওদের সীমানায় থাকতেই যেন সুখের লাগে সুখ।
দুঃখীর কি আর দেখতে নেই লাল নীল কোন স্বপ্ন ?
স্বপ্নের কি জন্ম হয়েছে শুধু ওদেরই জন্য?
আর কতকাল রংধনু হয়ে আসবি দুঃখীর গাঁয়
কেন এত তোর কাঁদাতে তারে বল এত মন চায়?
তোর কাছে আমি জানতে চাই, বল তুই কার জন্য?
তুই কি শুধুই পকেট ভরা টাকাওয়ালাদের জন্য?