খুকু মনির নেই কোন রাগ,
মা বকেছে? কি আর তাতে?
ওই রাগ, যা তুই ভাগ,
খুকু এখন যাবে খেতে।
মা বকেছে, তাই বলে কি
করবে অভিমান।
মা তো মা-ই,
শোধ হবে কি
মায়ের অবদান?
বকলেও মা বলবে তারে
“লক্ষি মা,
তুমি আমার গোলাপ ফুল
হাজার বকো
তবু তোমায় বুঝনা তো ভুল।
এক চুলও যে হয়না ভুল
আমায় তোমার যত্ন নিতে
আজ যদি মা বকো তুমি
রেগে যাবো আমি তাতে?”