_________________
মম হাসিই কান্না আর কান্নাই হাসি।
তাই, কেউই বুঝে না,
আমি কেমন আছি।
ভাটার মত কখনো উদাসি
আবার জোয়ার হয়ে ফিরে আসি।
কে বুঝবে? নেই সময়, নেই অসময়
কে করবে তা নির্ণয়?
কখনো হৃদয় খুবই অসহায়
কখনো এসে যায় অদৃশ্য কেউ
এসে যেন মাথায় হাত বুলিয়ে যায়।
একা পথ হাটি, একা কথা বলি
একা একা শুধু লিখে যাই আমি।
মনে হয় যেন দাঁড়ায়ে আছি
নীরবে কোথায়ও একা মরুভূমি।
কখনো ভাবি নকশা চালাই
যেন বলতে চাওয়া কিছু
উল্লাসী নকশিকাঁথায়।
কখনো উদাসী হৃদয় বলে আমায়
কি হবে লিখে আর? এসব দিয়ে কিই বা হয়?