চোখ দুটো তার টানা টানা
দুষ্টামি বেশ ভালোই জানা।
পড়াতে তার মন বসেনা
রঙ বেরঙের ছল-বাহানা।
ফেইজবুকে তার যাওয়া মানা,
তবু না গেলে তার ভাল্লাগেনা।
দুষ্ট মেয়ে থাকে চেয়ে
দুষ্টুমির এক চাহনিতে,
যেন বলবে কিছু সবার কাছে
টক-ঝালের এক দুষ্টুমিতে।
কক্ষনো সে থাকেনা
কয়লা মেখে গোমরা মুখে,
দুঃখ যেন আসেই না
থাকে যেন হাজার সুখে।
যদি মা বলে তার
“ লক্ষ্মী তুরনা,
পড়তে এবার বসই-না।
তখনই সে রুদ্র রূপে
সাথে সাথে যায় ক্ষেপে।
হুম---!
মেজাজ টা তার টন টনা।
আসলে টিচার, খায় সে আহার
বলে ও স্যার! এত্ত পড়ার কি দরকার,
শিক্ষা মন্ত্রী বুঝে বেশি,
দিচ্ছে পড়া হাজার হাজার।
তবুও স্যার বসিয়ে রাখে
জোর করেই চেয়ারটাতে
তখনই থাকে কষ্টে।
না পারে কইতে হায়রে
ও মাগো!
না পারে সে সইতে।
স্যার মশাই তার বলে তারে
পেতে তোমায় হবে গোল্ডেন।
হায়রে কপাল বলে সে মেয়ে
“ নেট বিহনে থাকি করে
ও স্যারগো, বলে দেন স্যার বলে দেন।”
ভাবছি আমি এই মেয়েটা
একটু কবে হবে বড়।
সারাক্ষণই বলতে হবে
“পড় তুরনা, পড় পড়।”
২১/০৯/১৪