আমার চোখে নেই তুমি ঘুম; হয়েছে কি তাতে?
থাকবো আমি কল্পলোকে হাজার কল্পনাতে।
কোন ঔষধ খবনা আজ ডাকবো না আজ কাছে।
আসবে নাতো সুরমা হয়ে; ক্ষতি নেই তাতে।
এখন আমি গ্রীষ্মে যাবো , এখন আমি শীতেও যাবো
যাবো আমি এমন রাতে শান্ত হতে ক্লান্ত পায়ে শরতেরও কাছে।
ছয়টা ঋতু আসবো ঘুরে
তুমি আসবে না; হয়েছে কি তাতে?
তুমি আসবে না; আসবে না এই চোখে?
আমার চোখে স্বপ্নতো আছে?
তুমি নেই; কি হয়েছে তাতে?
স্বপ্ন আমার সারা পথে, স্বপ্ন নিয়েই থাকবো বেঁচে?
তুমি সাথী নাইবা হলে স্বপ্ন আমার সাথে।
দ্যাখো, ভালো করে দ্যাখো চেয়ে
স্বপ্ন তার হাত দিয়েছে আমার শুন্য হাতে।
(এই মাত্র এক ফেইজবুক বন্ধু আমাকে বললেন ওষুধ খেয়েও ঘুম আসছেনা। কি করা যায়। আমিতো আর ডাক্তার না। কিন্তু প্রিসক্রিব টা এভাবে করলাম।)