আমার বন্ধু নীল। বাড়ি ইন্ডিয়াতে। অসাধারণ এক কবি ও। আমি ওর নাম দিয়েছি জিনিয়াস কবি। সনেট লেখা ওর বা হাতের খেলা। শুধু তাই নয় সনেটের প্রতি ১৪ লাইনের প্রতি শব্দের প্রথম বর্ণ একই। এমন সনেট লেখাও তার কাছে কোন ব্যাপার না।
বেশ কিছু দিন ধরে ও অসুস্থ। প্রার্থনা করি ও যেন সুস্থ হয়। সেই সাথে প্রার্থনা গোটা ইন্ডিয়া যেন ওকে চিনে নেয়, বুঝে নেয় ও কোন জাতের কবি। আজ ওর কথা স্মরণ করে ওর জন্য লিখলাম কয়েকটা লাইন আর উৎসর্গ করলাম ওকেই। আমাদের আসরের গর্ব ও। ও সুদীপ তন্তুবায় নীল।
--------------------------------
তোমার দুঃখ তারিয়ে দেবো সাগর জলের তলে।
ছাড়িয়ে যাবে দুঃখ তুমি যাবে সুখের স্থলে।
হারিয়ে যেতে দেব না আর রাখবো হৃদয় মাঝে।
সদয় হবে বিধাতাও তোমার কাব্য-কাজে।
নীল তুমি নীল আকাশের শুভ্র চেহারা।
রাত-আকাশে তুমি রাতের দীপ্ত কোন তারা।
তোমায় নিয়ে কবিতারা থাকছে মাতোয়ারা।
চিনবে তোমায় তেমন লোকে কাব্য চিনে যারা।
তোমায় যেন চিনে নেয় গোটা ইন্ডিয়া।
তোমায় যেন করে রাখে ইন্ডিয়ার এক হিয়া।
কোথায় তুমি যাবে বল, যেতে দিলে তবে?
বন্ধু তুমি হৃদয় মাঝে বন্দী হয়ে রবে।
রচনাঃ ১৬/০৮/১৪