পাড় ভাঙ্গা এক সবুজ হৃদয়
পদ্মা থেকে যায় যামুনায়
ওসে কোনসে কথা কানে কানে
শুধায় যমুনায় ।
এত কথা এত সুর
যেন ভিজানো এক প্রখর দুপুর
কোন খানে সে পায়?
ওসে কোন খানেতে পায়?
কোন ব্যথারে যায় সে পুষে
কোন আহারে পায় সে বিষে
কোন থালাতে খায়?
ওসে কোন থালাতে খায়?
কোন পাষাণে নিত্য দিনে
এমন হৃদয় যায় না চিনে
কেন যে কাঁদায়!
হায়! ভাঙ্গা পরাণ রাঙ্গা হয়ে
যায় বয়ে যায় দুরের পানে
কোন সে সীমানায় ?
হায়! কোন সে সীমানায়?
এমন করে চলছে সে
প্রতিটা রাত আর দিবসে
শান্তি না সে পায় ।
তবু নির্ভয়ে সে সাঁতরায়ে যায়
জানে এমন সফর শেষ হবার নয়
জানে এমন চলা শেষ হবে তার
যবে নেবে সে বিদায়।