জীবন নামের গোলক ধাঁধায় বন্দী আমি ক্লান্ত দু পায়
গগণ পানে তাকিয়ে খুঁজি মুক্তি পাবার একটু উপায়।
কে আমারে বলে দেবে কোন এলাকায় সুখ পাওয়া যায়
সুখ খোঁজা এক পথিক হয়ে  হাঁটছি পথে সুখের আশায়।

জীবনটাতো  যাচ্ছে চলে যেমন খুশি তেমন সাঁজে
মরণ আছে অপেক্ষাতে জীবনের এই সাঁজের ভাজে।
বেঁচে থাকার চেষ্টা তবু  শ্রমিক হয়ে প্রতি কাজে
কারখানার এই মালিক আমায় দিচ্ছে বেতন কাজের মাঝে।

আমার দিকে না তাকিয়ে দিনগুলি সব যাচ্ছে চলে  
মুক্তোগুলি হয়নি খোঁজা, লুকিয়ে আছে সাগর তলে।
আর কতকাল চলবো হেঁটে জীবন পথের এই স্থলে
কোন ছলনায় বন্দী আমি, কোন মায়াবীর মায়ার বলে?

কোন খানের কোন মাটি যেন সাঁজের বেলা যাচ্ছে বলে
“আসতে হবে আমার তলে, কোন কাজে আজ যাচ্ছ ভুলে?”
এই পথের এই  যাত্রা আমার কবে যেন শেষ হয়ে যায়
গোলক ধাঁধার এই জীবনে মুক্তি পাবার খুঁজছি উপায়।


(রচনা: ২/০৮/১৪)