হায়!
বলবো কি আর লজ্জা লাগে
তবু বলতে হবে,
বিবেকটা-তো নয় ঘুমিয়ে
বলার ইচ্ছে জাগে।
আমার দেশের সোনার মানুষ
আমার ঘরে ঘরে।
এ কোন নেশায় উঠলো মেতে
চ্যানেল ইন্ডিয়াতে।
হায়!
বলতে আমায় লজ্জা লাগে
তবু বলতে বলতে হবে।
সিরিয়ালে লটকানো চোখ
পাগল হয়ে রবে।
খাবার থেকে সিরিয়ালই
বেশি মুখে তুলে।
মাঝে মাঝে খাবার কথাও
যায়যে তারা ভুলে।
হায়!
যাইরে মরে দুঃখে আমি
কষ্টে-ক্ষোভে-রাগে।
সিরিয়ালের নেশায় তাদের
বিবেকটাও ভাগে।
মা ডাকলে ভাল্লাগেনা
সিরিয়ালের মাঝে।
মাকেও তাদের গালি দিতে
একটুও না বাজে।
তাই,
মরছি লাজে হায়রে হায়
মরছি আমি লাজে।
যাচ্ছে দেশের ছেলে মেয়ে
বেয়াদব আর নষ্ট হয়ে,
কিভাবে তাই বসে থাকি
নীরব চোখে চেয়ে।
পাখী ড্রেস না পেয়ে ঐ
আত্মহত্যা করে।
ছি ছি ছি বলবো কি আর
বাক্য গেছে ঝরে।
এই দেশের এই বেহাল দশায়
ধরবে কে আর হাল?
বেহায়া সব ছেলে মেয়ে
হায়রে! দেখছি আজকাল।
(বিঃদ্রঃ শুনলাম পাখী ড্রেস না পেয়ে এক তরুণী আত্মহত্যা করেছে। তাই আর নীরব থাকতে পারিনি।)