আমার মনে হয় কবিরা অনেক উদার মনের। তাদের মন সাগরের মত বিশাল। আর অনেক আবেগী। যে কোণ দুঃখ কষ্ট তাদেরকে অন্য সবার চেয়ে বেশি ভাবিয়ে তোলে। অন্যের কষ্টে সে সাধারণের চেয়ে বেশি ব্যথিত হয়। আবার কোন আনন্দের খবরে সবার চেয়ে বেশি উৎফুল্ল হয়। অন্তরের সরলতা তাদের শ্রেষ্ঠ সম্পদ।
কষ্টের হৃদপিণ্ড হদয়ের চোখ দিয়ে দেখার ক্ষমতা তারই থাকে। এজন্যই কিছু কথা তার অন্তর থেকেই এসে যায়। যা দিয়ে সৃষ্টি হয় সুন্দর একটি কবিতা।
কিন্তু কবি যতই সুন্দর করে কথার মালা গাথুক না কেন কবিদের অনেকেই কোন আজ্ঞাত কারণে ভালো চোখে দেখতে পারেনা। এর কারণটা আসলে কি হতে পারে। মাঝে মাঝে এই প্রশ্ন নিয়ে নিজের মনে ভেবে যাই।
প্রথম প্রথম যখন কবিতা লিখতাম তখন সৃষ্টির আনন্দে যখনই কাউকে দেখাতাম তখন তাদের চোখের ভাষাটা আমার কাছে ভালো ঠেকতনা। ঐ চোখ দিয়ে হিংসার এক ঝলক বৃষ্টি ঝরত। কোন ধরনের মন্তব্য তারা করতোনা। “আরে বাবা, আমি কত উচ্ছাস নিয়ে তোমার কাছে আসলাম; ভালো মন্দ কিছুই বললেনা!!!” মনে মনে এটাই তাদের বলতাম।
যাক এত কিছু কবিদের মাঝেই শেয়ার করলাম। জানি অন্যরা এসব কথা বুঝবেনা।